রাফায়েল নাদাল(Rafael Nadal) এটিপি ফাইনালস থেকে বিদায় নিলেন। শেষ ম্যাচে ক্যাসপার রুডের বিরুদ্ধে পেলেন স্ট্রেট সেটে স্বস্তির জয়। তুরিনে এটিপি ফাইনালসের গ্রিন গ্রুপের ম্যাচটি গড়াল ১ ঘণ্টা ৪২ মিনিট। নাদাল জিতলেন ৭-৫, ৭-৫ ব্যবধানে। এরপরই পরবর্তী মরশুম নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান স্প্যানিয়ার্ড রাফা।

মরশুমের শেষ টুর্নামেন্টে নিজের শেষ ম্যাচটি খেলতে নামার আগেই জানতেন শেষ চারে ওঠার সম্ভাবনা নেই। গ্রিন গ্রুপের রাউন্ড রবিন ফরম্যাটে রুডের বিরুদ্ধে খেলতে নামার আগে নাদালকে হারিয়েছিলেন আমেরিকার টেলর ফ্রিৎজ ও কানাডার অগুয়ের-আলিয়াসিমে। প্রথম দুটি ম্যাচে হার-সহ এটিপি ট্যুরে পরাজয়ের ধারা থামানোর লক্ষ্যে মরিয়া ছিলেন রাফা। এই গ্রুপের শীর্ষ স্থানাধিকারী রুডকে তিনি হারানোয় কিছুটা সান্ত্বনা পেলেন তাঁর ভক্তরাও। নাদালের(Rafael Nadal) কাছে পরাস্ত হয়েও সেমিফাইনালে গিয়েছেন রুড। তাঁর বিরুদ্ধে প্রথম থেকেই দাপট নিয়ে খেলেন নাদাল।

২০২২ সালে নাদাল(Rafael Nadal) জিতেছেন ৩৮টি ম্যাচ, হেরেছেন ৬টিতে। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেন খেতাব জেতেন। পায়ে চোট পেয়ে নিক কির্গিয়সের বিরুদ্ধে উইম্বলডন সেমিফাইনালে নামেননি। তারপর এটিপি ফাইনালসের আগে অবধি তেমন ম্যাচ প্র্যাকটিস পাননি। সেটিকে এটিপি ফাইনালসের শেষ চারে উঠতে না পারার অন্যতম কারণ হিসেবেও চিহ্নিত করেছেন। ইউএস ওপেনে রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিয়েছিলেন ফ্রান্সের টিয়াফোর কাছে পরাস্ত হয়ে। মরশুমের দুটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুবাদে বিশ্বের ১ নম্বর হলেও পরের দিকে চোট ও ব্যর্থতায় এবার বিশ্বের দ্বিতীয় স্থানে থেকেই তাঁকে এই মরশুম শেষ করতে হলো।

 

Image source – Google