সাড়ম্বরে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী পালন করা হয় মঙ্গলবার পানিহাটিতে।দেখা যায়,মঙ্গলবার পানিহাটি (Panihati) পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের আনন্দনগর অঞ্চলে বিরসা মুন্ডার (Birsa Munda) পূর্ণবায়ক মূর্তির আবরণ উন্মোচন করলেন দমদম কেন্দ্রের সাংসদ সৌগত রায় (Sougata Roy)।

এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়,বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতন নির্মল ঘোষ,উপ পৌরপ্রধান সুভাষ চক্রবর্তী,খরদা পৌরসভার সায়ন মজুমদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা।

এদিনের এই অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে সৌগত রায় (Sougata Roy) বলেন,-“বিরসা মুন্ডা অসাধারণ লড়াই করেছিলেন অরণ্যের অধিকারের জন্য।তার বক্তব্য ছিল,জল,জঙ্গল,জমি এর ওপর অধিবাসীদের অধিকার থাকবে।কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা তাকে শাস্তি দেই।তবে তাকে সারা আদিবাসী ভগবান বিরসা মুন্ডা বলে।মানে বলা যায়,আজকের দিনটাও জনযাত্রীর কল্যাণ দিবস।আর এমন দিনে পানিহাটির পৌরসভায় তার জন্মদিন যেভাবে পালন করা হলো,তা সত্যি বাহবাজনক।”

পূর্ণবায়ক মূর্তির আবরণ উন্মোচনী অনুষ্ঠানে এসে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে ধামসা মাদল বাজাতেও দেখা গেল সাংসদ ও বিধায়ককে।পাশাপাশি আদিবাসী সম্প্রদায়ের নৃত্যে মেতে ওঠেন এদিন উপস্থিত বিশিষ্টজনেরাও।

 

আরো পড়ুন:Akhil Giri:অখিলের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা