প্রয়াত হলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম অতি জনপ্রিয় অভিনেতা মহেশবাবুর (Maheshbabu) বাবা প্রবীণ অভিনেতা এবং সুপারস্টার অভিনেতা কৃষ্ণা (Krishna)। মঙ্গলবার ভোর ৪.১০ টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার ভোরে হায়দ্রাবাদে ৭৯ বছর বয়সে অভিনেতার দেহাবসান হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, হৃদ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। হায়দ্রাবাদের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ফিল্ম ইন্ডাস্ট্রির সকলে তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন। শোকে একত্রিত হয়ে কিংবদন্তি অভিনেতাকে তাদের নিজ নিজ টুইটে প্রবীণ অভিনেতাকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়েছেন রজনীকান্ত (Rajnikanth), কমল হাসান (Kamal Hassan), নাগার্জুন (Nagarjuna), আল্লু অর্জুন (Allu Arjun), জুনিয়র এনটিআর (Jr NTR), নানি (Nani), সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), এসএস রাজামৌলি (SS Rajamouli) সহ অন্যান্য তারকারা।

কৃষ্ণ ঘট্টামানেনি (Krishna Ghattamaneni) তেলুগু সিনেমার দর্শকদের দ্বারা সুপারস্টার কৃষ্ণ নামেই বহুল পরিচিত। প্রবীণ অভিনেতা কৃষ্ণ ঘট্টামানেনি শিব রামা কৃষ্ণ মূর্তি (Krishna Ghattamaneni Shiv Rama Krishna Murthy) ৩১মে ১৯৪৩ সালে পূর্ববর্তী মাদ্রাজ প্রেসিডেন্সি এবং বর্তমান অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলার বুরিপালমে জন্মগ্রহণ করেছিলেন। তার পাঁচ দশকেরও বেশি দীর্ঘ গৌরবময় কর্মজীবনে তিনি বিভিন্ন ধারার প্রায় ৩৫০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিল। তিনি সর্বাধিক পরিচিত আলুরি সীতারামা রাজুর আইকনিক চরিত্রের জন্য।

২৮শে সেপ্টেম্বর ২০২২-এ তাঁর প্রথম স্ত্রী ইন্দিরা দেবীর মৃত্যুর কয়েক সপ্তাহ পরেই তাঁর মৃত্যু ঘটে৷ তাঁর দ্বিতীয় স্ত্রী বিজয়া নির্মলা ২০১৯ সালে মারা যান৷ মারা গিয়েছেন তাঁর বড় ছেলে রমেশ বাবুও।

আরও পড়ুন…Akshay Kumar: সিনেমা তৈরির খরচ কমাতে নিজের পারিশ্রমিকের পরিমাণ হ্রাস করছেন অক্ষয় কুমার?