নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার হওয়া প্রসন্ন রায়ের বাড়ি থেকে এবার বিজেপিরসর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দলিল উদ্ধার হয়েছে।যাকে ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল।এমন পরিস্থিতিতে এবার দিলীপ ঘোষকে গ্রেফতারের দাবি নিয়ে সরব হলেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ (Kunal Ghosh)।

জানা যায়,শনিবার তৃণমূল ভবনে যুগ্ম সাংবাদিক বৈঠক করেন কুণাল ঘোষ ও রাজ্য তৃণমূলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।সেখানেই কুণাল বাবু বলেন,”দিলীপ ঘোষ প্রভাবশালী।তাই তাঁকে কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে।প্রভাবশালী তত্ত্ব তৃণমূল বা অন্যদের ক্ষেত্রে খাটলে,এক্ষেত্রে হবে না কেন?বাইরে থাকলে দিলীপ বাবু তদন্তে প্রভাব খাটাবেন।”তার মতে,”আমরা লক্ষ্য করেছি অভিযোগের ছুতো দিয়ে তৃণমূলকে কুত্‍সা করা হচ্ছে।কেন্দ্রীয় এজেন্সির ক্রেডিবিলিটি নষ্ট করে দিচ্ছেন বিজেপি নেতারা।চাপ তৈরি করছে।নিরপেক্ষ তদন্ত করা হোক।একেবারে পক্ষপাত দুষ্ট ভূমিকা হলে আমাদের প্রতিবাদ হবে।নারদ কেসে এর আগে তৃণমূলের নেতা-মন্ত্রী গ্রেফতার হয়েছে।যদিও এফআইআরে নাম থাকা সত্ত্বেও শুভেন্দুর বাড়িতে যায়নি।”

কুণালের আরো অভিযোগ, “তৃণমূল নেতাদের বাড়িতে কথায় কথায় নোটিশ যায়।মিডিলম্যান হিসেবে অনেকের নাম বলা হয়।তাহলে সিবিআই কেন নথি গোপন করল?প্রসন্ন রায়ের বাড়িতে দিলীপ ঘোষের সম্পত্তির দলিল কেন?বিজেপির লোকদের আরও তথ্য প্রমাণ কেন্দ্র এজেন্সি পাচ্ছেন।এটা কাস্টডিতে নিয়ে জেরা করতে হবে”।

প্রসঙ্গত,এই মিডলম্যান প্রসন্ন রায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে পরিচিত।দুজনেই এখন জেলে আছেন।তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে প্রসন্ন রায়ের সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক কী?সিবিআই সূত্রে খবর,শৌভিক মজুমদার নামে এক ব্যক্তির সঙ্গে দিলীপ ঘোষের জমি সংক্রান্ত বিষয়ে চুক্তি হয়েছিল।এক সংবাদমাধ্যমে দিলীপ ঘোষ নিজে জানিয়েছেন, প্রসন্নকে তিনি চেনেন।বাড়িতে বিদ্যুতের কাজের জন্য দলিলের কপি তাঁকে দিয়েছিলেন তিনি।

 

আরো পড়ুন:Kunal Ghosh:পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে নতুন দায়িত্বে কুণাল!