সুপ্রিম কোর্টের ৫০তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথগ্রহণ করলেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud)।বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন।আর তাঁকে এদিন শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।জানা গেছে,আগামী ২০২৪ সালের ১০ নভেম্বর পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকবেন চন্দ্রচূড়।
জানা যায়,এদিনের শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখর, লোকসভার স্পিকার ওম বিড়লা,কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং,অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ বিশিষ্ট অথিতিবর্গ।অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের স্থলাভিষিক্ত হলেন বিচারপতি চন্দ্রচূড়।
উল্লেখ্য,প্রধান বিচারপতি এন ভি রমণার অবসরের পর গত ২৭ অগস্ট দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি ললিত। প্রথা অনুযায়ী, দেশের প্রধান বিচারপতি অবসরগ্রহণের আগে পরবর্তী প্রধান বিচারপতির নাম ঘোষণা করে যান। সেই প্রথা মেনে গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের সব বিচারপতিকে নিয়ে বৈঠকে কেন্দ্রের হাতে চিঠি তুলে দেন প্রধান বিচারপতি ললিত।
মূলত,১৯৯৮ সালে দেশের অতিরিক্ত সলিসিটর জেনারেল ছিলেন বিচারপতি চন্দ্রচূড়। ২০১৩ সালে ইলাহাবাদ হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথগ্রহণ করেন। ২০১৬ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন।বিচারপতি চন্দ্রচূড়ের বাবা ওয়াই ভি চন্দ্রচূড়ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারি থেকে ১৯৮৫ সালের জুলাই পর্যন্ত প্রায় সাড়ে ৭ বছর প্রধান বিচারপতি পদে ছিলেন তিনি।
আরো পড়ুন:TMC:দেড় লক্ষ টাকায় ধর্ষনের অভিযোগ মিটিয়ে নেওয়ার নিদান দিলেন তৃণমূল বিধায়ক!