সোমবার নিউটাউন ইকোপার্কে (Dilip Ghosh) সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলকে নিয়ে বিস্ফোরক

দাবি করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ

তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্যের জবাব দিতে গিয়েই এই প্রসঙ্গ আনেন তিনি।

সম্প্রতি সৌগত রায় জানিয়েছিলেন দলের শুদ্ধিকরণ হবে, ঝাড়াই বাছাই করা হবে। এরপরই দলের তরফে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া হবে।

বিজেপি নেতা (Dilip Ghosh) বলেন, ‘ওনাকে আর মদন মিত্রকে আগ বাদ দিতে হবে। তাঁদেরই লোক দেখেছে তোয়ালে জড়িয়ে প্যাকেটে করে টাকা নিতে।

শুদ্ধি কোথা থেকে শুরু হবে? কাঁচের ঘরে বসে অন্যকে ঢিল মেরে লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘পুরো দলটাই উপর থেকে নীচে দুর্নীতিতে পচে গিয়েছে। ওনাদের থেকে বাকিরা অনুপ্রেরণা পাচ্ছে যে কীভাবে টাকার

বান্ডিল নিতে হয়! বড় নেতা বলে ওনারা টাকা চেয়ে নিয়েছেন কিন্তু বাকিদের ছিনিয়ে নিতে হয়। ঠগ বাছতে গাঁ উজার হয়ে যাবে।’

উল্লেখ্য, কামারহাটির এক তৃণমূল সভায় দাঁড়িয়ে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘এবার বোধ হয় সময় এসেছে আমরা দলের মধ্যে ঝাড়াই বাছাই করি।

যারা কেবল আর্থিক সুবিধার জন্য দলে রয়েছেন তাঁদের বোধ হয় সরে যাওয়ার সময় এসেছে।

তৃণমূলের ৯৫ শতাংশ কর্মী সত্‍ ভাবে কাজ করেন। কিছু লোক নিজেদের সুবিধার জন্য দলের ভাবমূর্তি নিয়ে ছেলেখেলা করেন।’

অন্যদিকে, কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেন, ‘মেরে পঞ্চায়েত নিয়ে নেব, এমন চিন্তা থাকলে এখনই সরে যান।

কোথাও কোনও ভুল হলে অভিযোগ করুন। কর্মীদের উপর আক্রমণ হলে একসঙ্গে দেখে নেব।

তবে নেতাদের ভুল হলে সেটাও বলতে হবে। দলে থেকে এমন কিছু করবেন না যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হয়।’