অবশেষে মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আশ্বাসের বাণী শোনা গেল তৃণমূলের শীর্ষনেতা তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sovandeb Chatterjee) গলায়।শনিবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘এই মুহূর্তে আর্থিক যে পরিস্থিতি এবং যে প্রকল্পগুলির মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রের মানুষকে উনি স্বাবলম্বী করে তুলেছেন সেগুলো বন্ধ করে দেওয়া যাচ্ছে না।সরকারি কর্মচারীরা তো সংগঠিত ক্ষেত্রে রয়েছেন।কিন্তু বাংলার ১০ কোটি মানুষ তো সরকারি কর্মচারী নন।এর মধ্যে অনেকে দিন আনে দিন খায়।ওই গরিব মানুষগুলোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন বলেই অর্থনীতিতে টান পড়ছে।’

তিনি আরো বলেন,’মুখ্যমন্ত্রী নিশ্চই ডিএ দিয়ে দেবেন।আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে।যে মানুষটা রোজ খেতে পায়,সপ্তাহে একদিন,২ দিন মাছ খায় তার থেকে যে লোকটা রোজ বাজার করতে পারে না তার কথা আগে ভাবতে হবে।’

শোভনদেবের এই ধরনের মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, ”আমরা রাজ্য সরকারের হলফনামা দেখেই বুঝেছি, আমাদের আরও কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে। আমরা সব রকম লড়াইয়ের জন্য প্রস্তুত। তাই আমাদের কাছে মন্ত্রীর বক্তব্যের কোনও যৌক্তিকতা নেই।”

উল্লেখ্য,তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।প্রথমে সিঙ্গল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত নির্দেশ বহাল রাখে।আর এরমধ্যেই ফের একবার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার।এখন পরিস্থিতি কোনদিকে গড়ায় সেদিকে নজর সবার।

 

আরো পড়ুন:Firhad Hakim:অনুব্রত বাঘ,বেরিয়ে এলেই শিয়ালরা সব লেজ গুটিয়ে খাঁচায় ঢুকে যাবে:ফিরহাদ হাকিম!