বর্তমানে গরু পাচার মামলায় জেল হেফাজতে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মন্ডল (Anubrata Mondal)।এবার এই প্রসঙ্গে বিস্ফোরক মূলক মন্তব্য করলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

শনিবার রামপুরহাটে ছিল তৃণমূলের সভা। সেখানেই ফিরহাদ হাকিম রীতিমত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘বনের বাঘ না থাকলে শিয়ালরা লাফালাফি করে। বাঘ ফিরে এলে শিয়ালরা লেজ গুটিয়ে পালায়। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো। সারাজীবন আটকে রাখতে পারবে না। বাঘ বেরিয়ে এলে শিয়ালরা সব খাঁচায় ঢুকে যাবে।’

এছাড়াও এদিন অনুব্রতর লটারিলাভ তদন্ত নিয়েও মুখ খোলেন ফিরহাদ।বলেন, ‘তৃণমূলের সবাইকে চোর বলার অধিকার নেই বিজেপি-র। লটারি কেন পেল? আরে ভাই, তোমাকে খোঁজ নিতে হবে না। ভগবানকে বল ভাগ্য ফেরাতে। এগুলোকে বলে খিল্লিপনা।’

তবে ফিরহাদের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা।তাঁর কথায়,’মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভয়ে ভয়ে রয়েছেন। যদি অনুব্রত মণ্ডল মুখ খোলেন, তাহলে কালীঘাটের অবস্থা শোচনীয় হবে। তাই অনুব্রতকে বীরের সম্মান দিয়েছেন। আর যিনি ইতিমধ্যেই টাকা উদ্ধারের কেলেঙ্কারিতে ফেঁসে রয়েছেন, তিনি তো অনুব্রতকে বাঘ বলবেনই। কারণ রতনে রতন চেনে। যারা বীরভূমে একটা লোকের গুন্ডামির উপর নির্ভর করে আছে, এতেই বোঝা যায়, গুন্ডা যারা জন সমর্থন নেই ওদের। দুর্নীতির পক্ষেই ওদের সমর্থন।’

 

আরো পড়ুন:Firhad Hakim:আগামী বছর থেকে প্রতিমা নিরঞ্জনের সময় বেশি করে ভাসান কুলি নেওয়া হবে:ফিরহাদ হাকিম!