তমলুকে পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর দপ্তরে আজ সকালে ভুয়ো নিয়োগপত্র নিয়ে গ্রুপ ডি পদে কাজে যোগ দিতে এলে মুখ্য শর্ত স্বাস্থ্য আধিকারিক তাদেরকে তমলুক থানার পুলিশের হাতে তুলে দেন।
CMOH জানিয়েছেন আজ সকালবেলা চারজন গ্রুপ ডি পদে পূর্ব মেদিনীপুর জেলায় যোগদানের জন্য নিয়োগপত্র নিয়ে আসে। যোগ দিতে আসা প্রার্থীদের মধ্যে তিনজন মহিলা এবং একজন যুবক। সেই নিয়োগপত্র দেখে CMOHএর সন্দেহ হয় এবং তিনি কলকাতায় স্বাস্থ্য ভবনে যোগাযোগ করে জানতে পারেন এই নিয়োগপত্র গুলি ভুয়ো।
তারপর তিনি চাকরিতে যোগদিতে আস তিনজন মহিলা ও এক যুবককে তমলুক থানার পুলিশের হাতে তুলে দিয়েছেন। জেলা স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ সূত্রে জানা গেছে কাজে যোগ দিতে আসা এই চারজন একজন লোক মারফত এই নিয়োগপত্র পেয়েছে। তারা বুঝতে পারেননি যে এই নিয়োগপত্র ভুয়ো। তমলুক থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে গিয়েছে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অভিযুক্তকে ধরার জন্য।