ছোটপুজোর আগেই সরগরম হয়ে উঠল আসানসোল (Asansol)।আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) পর এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) নিখোঁজ পোস্টার পড়ল (Missing Poster) এবার তারই বিধানসভা এলাকার ফতেপুরে।যা নিয়ে শুক্রবার সকাল থেকে এলাকায় উত্তেজনা রয়েছে।

ছটপুজোয় অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) দেখা যাচ্ছে না এমন অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে।পোস্টারে বিধায়কের ছবি-সহ হিন্দিতে লেখা হয়েছে,’ছটপুজো উপলক্ষে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক মহাশয়া অগ্নিমিত্রা পালকে (Agnimitra Paul) খুঁজে পাওয়া যাচ্ছে না।যে বা যিনি খুঁজে দেবেন,তিনি ছটপুজোয় সূর্যদেবের আশীর্বাদ পাবেন।’

এই পোস্টার প্রসঙ্গে বিজেপির (BJP) অভিযোগ,এই পোস্টার লাগিয়েছে তৃণমূল কংগ্রেস।আসলে বৃহস্পতিবারই তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার (Shatrughan Sinha) নামে নিখোঁজ পোস্টার পড়েছে,চারিদিকে চাউর হয়ে গিয়েছে আসানসোলের তৃণমূল সাংসদ নিখোঁজ। তাই নিজেদের দায় চাপাচ্ছে বিজেপির দিকে।

আসানসোল জেলা বিজেপির (BJP) মুখপাত্র বাপ্পা চট্টোপাধ্যায় বলেন,’কয়েক ঘণ্টা আগে তৃণমূল সাংসদ নিখোঁজ বলে পোস্টার দেখা গিয়েছিল আসানসোলে।আমাদের কাছে খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে এই পোস্টার পড়েছে।এখন অস্বস্তি ঢাকতে তৃণমূলের আর এক পক্ষ বিজেপি বিধায়ক নিখোঁজ বলে পোস্টার লাগিয়েছে।অথচ তৃণমূল খবর রাখেন না অগ্নিমিত্রা দুর্গাপুজোর সময় এখানে ছিলেন।ছটপুজোতেও উপস্থিত থাকবেন।তৃণমূল সাংসদ নিখোঁজ বলে বিজেপির বিধায়কের নিখোজ পোস্টার লাগিয়ে শাসক দল বাঁচতে পারবে না।’

এদিকে এই পোস্টার প্রসঙ্গে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) বলেন,’এই পোস্টার লাগানোর আগে তৃণমূলের উচিৎ ছিল হোম ওয়ার্ক করে আসা।তৃণমূল সাংসদকে পুজোতে দেখা যায়নি, দীর্ঘদিন ধরে নিখোঁজ।তৃণমূলের এক বিক্ষুব্ধ গোষ্ঠী শত্রুঘ্ন সিনহার নামে পোস্টার লাগিয়েছে ছট পুজোর আগে।আর বিড়ম্বনায় পড়ে বিতর্ক ধামাচাপা দিতে তার নামে পোস্টার লাগিয়েছে।এটাই প্রমান করে রাজ্যে তৃণমূলের দৈন্যদশা।’

 

আরো পড়ুন:Shatrughan Sinha : সাংসদ শত্রুঘ্ন সিনহার ‘নিখোঁজ’ পোস্টার আসানসোলে