‘ ডিসেম্বরে তৃণমূল সরকার ল্যাম্পপোস্ট হয়ে যাবে’, ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
ডিসেম্বর মাসের মধ্যে ‘চোর মুক্ত বাংলা’ গড়ে উঠবে বলে মত শুভেন্দুর।
যাদবপুরে কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে ঠিক এইভাবেই ঘাসফুল শিবিরকে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি বিধায়ক।
সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি অন্যান্য একাধিক কাণ্ডে কোণঠাসা তৃণমূল কংগ্রেস।
পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্য সহ আরো অনেকেই হেফাজতে। এই পরিস্থিতিতে একদিকে যখন সিবিআই এবং ইডির
তদন্তের মাধ্যমে অস্বস্তি ক্রমাগত বেড়ে চলেছে শাসকদলের, আবার অপরদিকে বঞ্চিত চাকরিপ্রার্থীদের বিক্ষোভ প্রদর্শনে তোলপাড় গোটা বাংলা।
এই পরিস্থিতিতে তৃণমূল সরকার যে বেশিদিন টিকবে না, সে বিষয়ে অতীতেও একাধিক বার মন্তব্য প্রকাশ করেন শুভেন্দু অধিকারী।
শুধু শুভেন্দুই (Suvendu Adhikari) নন, এক্ষেত্রে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররাও এ বিষয়ে দাবি করে আসছেন।
সেই ধারা বজায় রেখে গতকাল যাদবপুরের বিজয়গড়ে কালীপুজোর
উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে শুভেন্দু বলেন, “মায়ের কাছে এই পুজোয় অনুরোধ করতে চাইছি, পরের বছর যেন আমরা চোর মুক্ত বাংলা দেখি। ডিসেম্বরেই তৃণমূল সরকার ল্যাম্পপোস্ট হবে।”
যদিও এক্ষেত্রে ডিসেম্বর মাসে আদতে কি হতে চলেছে, তা স্পষ্ট করে কিছু বলেননি শুভেন্দু।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দলীয় একটি বৈঠকে বিরোধী দলনেতা বলেন, “ইডি যে রিপোর্ট পেশ করেছে, তাতে সরকারের দুর্নীতি ক্রমাগত সামনে এসে চলেছে।
দুর্গাপুজো এবং কালীপুজোর আগে যথাক্রমে এক কুইন্টালরা জেলে গিয়েছে। এইর পর সবাই যাবে। জামাই পালিয়েছে আর এবার শালীও
আমেরিকা যেতে চাইছে। তবে তার আবেদন খারিজ হয়ে যাওয়ার পাশাপাশি এই সকল চোরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে।”