টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T-20 World Cup) ইন্ডিয়া(India) বনাম পাকিস্তান(Pakistan) ম্যাচে দুরন্ত জয় লাভ ইন্ডিয়ার। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামে (Melbourne cricket ground)।
টসে জিতে ইন্ডিয়া প্রথম ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ওপেনিং জুটি অধিনায়ক বাবার আজাম(Babar Azam) ও মোহাম্মদ রিজওয়ান(Mohmmad Rizwan) এর গুরুত্বপূর্ণ দুটি উইকেট পাওয়ার প্লেতে পড়ে যাওয়া শুরুটা অনেকটাই স্লো হয়েছিল পাকিস্তান টিমে। এরপর শাওন মাসুদ(Shan Masood)(52 Runs in 42 Balls) ও ইফতার আহমেদের(Iftikhar Ahmed)(51 Runs in 34 Balls)দক্ষতা পূর্ণ ব্যাটিংয়ে টিম 159 রান স্কোর করতে পারে।
১৬০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ইন্ডিয়ান টিমে ইনিংসের শুরুতে কে এল রাহুল(K L Rahul)(4 Runs in 8 Balls) ও অধিনায়ক রোহিত শর্মা(Rohit Sharma)(4 Runs in 7 Balls) এর উইকেট পড়ে যাওয়া অনেকটাই হতাশ হয়ে পড়ে ভারতীয় ফ্যানেরা।
কিন্তু তারপর ব্যাটিংয়ে নামেন বিরাট কোহলি (Virat Kohli) অন্যদিকে পরপর গুরুত্বপূর্ণ কিছু উইকেট পড়ে যাওয়া সত্ত্বেও ক্রিচের একদিক থেকে পুরো ম্যাচ ধরে রাখেন তিনি এবং হার্দিক পান্ডিয়ার সাথে পার্টনারশিপে ডুবতে থাকা আসা আবার ফিরিয়ে আনেন। এবং 53 বলে 82 রান করে নট আউট থেকে ইন্ডিয়ান জয় লাভের রাস্তা দেখিয়ে দেন।
আজকের ম্যাচ বিরাট কোহলি(Virat Kohli)-র দায়িত্বপূর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন পারফরমেন্স দেখে খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমী মানুষেরা। এরকমই পারফরম্যান্স এই টুর্নামেন্টের বাকি ম্যাচে দেখার আশা রাখছে সবাই।
আরও পড়ুন : T20 World Cup 2022:বিরাট ও হার্দিক ব্যাটিংয়ে ভর করে মেলবোর্নে এ বিশ্বকাপের প্রথম জয় পেল ভারত