কোনও ম্যাচে খেলতে নামলে স্ট্র্যাটেজির থেকেও গুরুত্বপূর্ণ হয়ে যায় সেখানকার আবহাওয়া ও পিচ। পিচের খামখেয়ালিপনায় ম্যাচের ফল পরিবর্তন হয়ে যায়। ভারত যেখানে পুরো শক্তি নিয়ে নামছে ২০২২ এর টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে দাঁড়িয়ে আবহাওয়ার দিকে বিশেষ নজর দিতে হচ্ছে। তবে অস্ট্রেলিয়ার মৌসুম ভবন আধিকারিকদের মতে, বিশ্বকাপে বহু প্রতীক্ষিত ভারত-পাক(ind vs pak) মহারণে জল ঢেলে দিতে পারে আবহাওয়া।

ভারত-পাকিস্তান(ind vs pak) দ্বৈরথ এমসিজিতে রয়েছে স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। ওইদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৯৬ শতাংশ। ১০ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শনিবার সারাদিনও প্রবল বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। রবিবার বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমে হতে পারে ৬৫ শতাংশ। ভারী বৃষ্টি না হলেও হতে পারে হালকা বৃষ্টি। আর যদি ম্যাচের সময় বৃষ্টি নাও হয়, তাও আকাশ মেঘাচ্ছন্ন থাকবেই। শনিবার পারথে ইংল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ চলাকালীন অবশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

স্থানীয় আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাস যদি সত্যি হয়, তাহলে মহারণে নামার আগে নতুন সমীকরণ নিয়ে মাঠে নামতে হবে ভারত ও পাকিস্তানকে। দুই দলকেই নিজেদের পরিকল্পনায় বদল আনতে হবে। কারণ মেঘলা আবহাওয়ায় পেসারদের বল সুইং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে শাহিন আফ্রিদি বা সামিরা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন। সমস্যায় পড়তে দেখা যেতে পারে বাবার আজাম থেকে বিরাট কোহলিদের। সেসব সমীকরণ মাথায় রেখেই দল সাজাতে হবে দুই দলের টিম ম্যানেজমেন্টকে। যদিও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আগেই জানিয়ে দিয়েছেন প্রথম ম্যাচের জন্য তাদের পরিকল্পনা পুরোপুরিভাবে তৈরি।

 

Image source – Google