ইডির (ED) ভূমিকা নিয়ে ক্ষুব্ধ বাংলা বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
২৩ জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বিধায়ক পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হয়েছেন স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়। এই মুহূর্তে জেলে রয়েছেন তিনি।
প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ১৭২ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ, বিধায়কের বিরুদ্ধে চার্জশিট জমা পড়লেও, সেই বিষয়ে একেবারে অন্ধকারে বিধানসভার স্পিকার।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কোনও বিধায়কের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে গেলে, সেক্ষেত্রে অবশ্যই স্পিকারকে অবগত করা হয়, কিন্তু এক্ষেত্রে তা করা হয়নি।
তাঁর বক্তব্য ১৭২ পাতার চার্জশিটে কয়েকহাজার নথি ইডি পেশ করেছে, যেগুলি সম্পর্কে কোনও ভাবেই বিধানসভা এবং স্পিকারকে জানানো হয়নি।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) ভূমিকা নিয়ে, আজ, বুধবার ফের ক্ষোভ প্রকাশ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, বিধানসভাকে ছোট করে দেখানোর প্রবণতা তৈরি হয়েছে, এই প্রবণতাকে তিনি মারাত্মক বলেও অভিহিত করেছেন।
সঙ্গেই তাঁর অভিযোগ, লঙ্ঘন করা হচ্ছে পরিষদীয় গণতান্ত্রিক
প্রক্রিয়াকে। উল্লেখ্য, শাসক দলের পক্ষ থেকে বারবার ইডি-সিবিআই, অর্থাত্ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির বিরুদ্ধে আওয়াজ উঠেছে।