একের পর এক স্কচ অ্যাওয়ার্ড (Skoch Award) স্বীকৃতি পেল পশ্চিমবঙ্গ সরকার।প্রশাসন পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ফের স্কচ পুরস্কারে সম্মানিত হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।এর আগে বাংলার ঝুলিতে ছিল শিক্ষা,শিল্প বিভাগে স্কচ পুরস্কার।এবার রাজ্যের বন দফতর,মাদ্রাসা ও সংখ্যালঘু উন্নয়ন দফতর এবং বাঁকুড়া জেলা তিনটি পৃথক পৃথক বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে।

জানা গেছে,এবার ‘স্কচ’ অ্যাওয়ার্ড পেল রাজ্যের বন দফতর (West Bengal Forest Department wins Skoch Award)।ভালো কাজের জন্য প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে বন দফতরকে।একই সঙ্গে সংখ্যালঘু দফতরের ‘ঐক্যশ্রী’ প্রকল্প পেয়েছে ‘স্কচ’ অ্যাওয়ার্ড।এবার তারা জিতেছে গোল্ড অ্যাওয়ার্ড।বাঁকুড়া জেলা ‘অপারেশন পুষ্টি’র জন্য পৃথক ক্যাটাগরিতে জিতেছে স্কচ পুরস্কার।সরকার পরিচালনায় দক্ষতার জন‌্য বিভিন্ন বিভাগে রাজ‌্যগুলিকে ‘স্কচ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

এর আগে একাধিক ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে।অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে।তবে এবার বন দফতর বা সংখ্যালঘু দফতর যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে।’যৌথ বন অভিযান’ বিভাগে এই স্বীকৃতি পেয়েছে রাজ্যের বন দফতর।

রাজ্য একাধিক স্কচ অ্যাওয়ার্ড পাওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “উভয় বিভাগের জন্য আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা।মানুষের উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে, আমরা যেন আরও উচ্চতা অর্জন করতে পারি।”

 

আরো পড়ুন:Pollution : আতসবাজি নিয়ে সতর্ক প্রশাসন, বার্তা পরিবেশমন্ত্রীর