‘তৃণমূল একটা দলই না, সার্কাস পার্টি। (Sujan Chakraborty) একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট।
মানিক ভট্টাচার্য ইস্যুতে রাজ্যের শাসক দলকে কটাক্ষ বাম নেতা সুজন চক্রবর্তীর।
শুক্রবার বারাসত সিপিআই(এম) জেলা কার্যালয়ে সুজন চক্রবর্তী
সাংবাদিক সম্মেলনে বলেন, ‘মানিক ভট্টাচার্য ঘাটে ঘাটে টাকা দেওয়ার সুযোগটা কি বেশি ছিল?সেই কারণেই কি মানিকের জন্য একটু নরম?,
মানিকে নির্বাচনে হেরে গেছে তারপরেও প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান, সেই অবস্থায় আবার ভোটে দাঁড়িয়ে আবার এমেলে।’
তিনি আরও বলেন, ‘মানিক কোন যোগ্যতায় প্রাইমারির চেয়ারম্যান?
যোগ্যতা হল লুটেরাগিরি করা, পোস্টে বসে থেকে টাকা লেনদেনের ব্যবস্থা করা এবং সেই টাকা ঘাটে ঘাটে পৌঁছে দেওয়া।
সেই কারণেই ৬ দিন হয়ে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তার বিরুদ্ধে। আর তৃণমূলের ব্যবস্থার কি দাম আছে!
আজ যাকে এক্স ফেল করবে, পরশু তাকেই ভাইস চেয়ারম্যান করবে।’
‘আসলে তৃণমূল একটা দলই না, সার্কাস পার্টি’, কটাক্ষ সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty)।