পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) আবারো তাদের নিয়োগ নিয়মে বদল এনেছে।মূলত,প্রাথমিকের শিক্ষক (Primary Teacher) নিয়োগের নিয়ম তৃতীয় বার বদলাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নতুন নিয়মে সংরক্ষণ তালিকাভুক্তরা নিয়োগের ক্ষেত্রে সাধারণ শ্রেণিভুক্তদের থেকে কী কী বাড়তি সুবিধা পাবেন, তা-ই জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরেই প্রকাশ করে হয়েছে ওই বিজ্ঞপ্তি।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে যাঁরা, তফশিলী জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির, তাঁদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণিভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাত্ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নাম থাকা বাধ্যতামূলক, সেখানে সংরক্ষিতদের নম্বরের সীমা ৪৫ শতাংশ। সংরক্ষণের তালিকাভুক্তদের মধ্যে, শারীরিক দিক থেকে বিশেষ ভাবে সক্ষম, প্রাক্তন সেনাকর্মী ছাড়াও আরও বেশ কয়েকটি শ্রেণির প্রার্থীরা রয়েছেন।প্রসঙ্গত,গত ২৯ সেপ্টেম্বর টেট-২০২২ পরীক্ষার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষক নিয়োগের জন্য জারি করা হয়েছিল ওই বিজ্ঞপ্তি।
বৃহস্পতিবার সেই নিয়োগের ক্ষেত্রেই নতুন শর্ত আরোপ করা হল।বুধবার একটি নতুন নির্দেশিকা জারি করে বলা হয়, প্রাথমিকে টেট পরীক্ষার্থীদের মধ্যে যাঁরা এলিমেন্টারি এডুকেশনে দু’বছরের ডিপ্লোমা পর্যায়ের পড়াশোনা করছেন তাঁরাও আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত হবেন।
এর পাশাপাশি, এলিমেন্টারি এডুকেশনে যাঁরা চার বছরের ব্যাচিলার্স ডিগ্রির পড়ুয়া, তাঁরাও প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষার আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার আবার নতুন বিজ্ঞপ্তি দিয়ে আরও নতুন শর্ত আরোপ করল পর্ষদ।
আরো পড়ুন:Mamata Banerjee:ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে:নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মমতা!