শনিবার রাতে হঠাত্ অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন (La Ganeshan)।সূত্রের খবর শনিবারই তাঁকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র মারফত জানা গেছে,ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন।সেখানেই অসুস্থ বোধ করেন তিনি। তবে বর্তমানে তারা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল।
এই প্রসঙ্গে,এক বিজেপি নেতা জানিয়েছেন, ব্যক্তিগত সফরে তিনি চেন্নাইতে এসেছিলেন। সম্ভবত তাঁর হার্টে কোনও সমস্যা রয়েছে। তবে বর্তমানে তাঁরা শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। এদিকে তামিলনাড়ু বিজেপির পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য় কামনা করা হয়েছে।
প্রসঙ্গত,উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধনখড়(Jagdeep Dhankhar) মনোনয়ন জমা দেওয়ার পরই পশ্চিমবঙ্গের রাজ্যপালের (Governor) দায়িত্ব পান লা গণেশন। পশ্চিমবঙ্গের পাশাপাশি মণিপুরের দায়িত্বও তিনি সামলাচ্ছেন।সূত্রের খবর,১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি তামিলনাড়ুতে জন্মেছিলেন। তিনি তামিলনাড়ু বিজেপির শীর্ষনেতা ছিলেন। বিগতদিনে তিনি আরএসএসের সঙ্গেও যুক্ত ছিলেন। তারপর ধাপে ধাপে তাঁর রাজনৈতিক জীবনের উত্থান হয়। পরবর্তী সময় তিনি মণিপুরের রাজ্যপালের দায়িত্বে আসেন।
আরো পড়ুন:Partha : পার্থই নিয়োগ দুর্নীতির পান্ডা, জানাল সিবিআই