এবার যেন পুজোর মজা দ্বিগুণ।মহালয়ার আগে থেকেই বা বলা চলে মহালয়া থেকেই রাজ্য জুড়ে পুজো প্রায় শুরু।বিভিন্ন মণ্ডপে লক্ষ্য করা যাচ্ছে ভালো মত ভিড়।রাজ্যের বিভিন্ন জেলার ৪০০-রও বেশি দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।মহালয়া পেরিয়ে দ্বিতীয়ার দিনও পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।ঠিক সেইভাবে জানা যাচ্ছে আজ অর্থাৎ তৃতীয়ার দিনও জনসংযোগ করবেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর অনুযায়ী, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন শুরু করবেন সুরুচি সংঘ দিয়ে।দুপুর দুটো নাগাদ সুরুচি সংঘের পুজো উদ্বোধন করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সুরুচি সংঘ, আলিপুর বডিগার্ড লাইন,এই দু’টি পুজোর উদ্বোধন দুপুরেই করবেন আজ মুখ্যমন্ত্রী। তারপর পর্যায়ক্রমে ভবানীপুর বাইশ পল্লি, ভবানীপুরের থানার অন্তর্গত বকুলবাগান, প্রিয়নাথ মল্লিক, অবসর,গোলমাঠ , ভবানীপুর ৭৫ পল্লি, ভবানীপুর ৭৬ পল্লি, স্বাধীন সংঘের পুজো উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

পাশাপাশি বালিগঞ্জ থানার অধীনে বাটাম ক্লাব,পদ্মপুকুর ও চক্রবেড়িয়ার পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর। বালিগঞ্জ থানার অধীনে এই তিনটি পুজো ভবানীপুর বিধানসভার মধ্যেই পড়ে। মূলত তৃতীয়ায় দিনভর ভবানীপুর এলাকায় কার্যত জনসংযোগ সেরে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 

আরো পড়ুন:Mamata Banerjee : জঙ্গলমহলের ১০ হাজার বেকারকে চাকরির নিয়োগপত্র