আদালতের নির্দেশ পেলেই এসএসসিতে (SSC) নিয়োগের কাজ শুরু হবে।

এদিন সংবাদিক বৈঠকে সেই কথাই স্পষ্ট করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে তৈরি সরকার। তাই আন্দোলনকারীদের (SSC) অনুরোধ, আপনারা ধর্না তুলে নিন। সামনে পুজো। সেই সময়টা পরিবারের সঙ্গে কাটান।’

সোমবারই এসএসসিতে নিয়োগ নিয়ে বৈঠক করেন শিক্ষামন্ত্রী। ছিলেন কমিশনের চেয়্যারম্যান সিদ্ধার্থ মজুমদারও।

বৈঠক শেষে কমিশনের চেয়্যারম্যান জানিয়েছিলেন যে, মেধাতালিকায়

থাকা সকলেরই চাকরি হবে। যাঁরা ওয়েটিং লিস্টে রয়েছেন তাঁদের র‍্যাঙ্ক অনুযায়ী নিয়োগ করা হবে।

কিন্তু এই নিয়োগের জন্য প্রয়োজন নতুন শূন্যপদের। এদিন ব্রাত্য

জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই প্রায় ৫ হাজারের বেশি শূন্যপদ তৈরি করা হয়ছে। প্রয়োজন আরও ৯ হাজারের মতো। সেই পদও তৈরি করা হবে।

এসএসসি এখনও দেখছে যে ব্যতিক্রমীভাবে কারা ঢুকেছেন। সেইমতো তাঁদের চাকরি বাতিল করে শূন্যপদ তৈরি করার বিষয়ে কাজ করছে কমিশন।’

তিনি এদিন আরও স্পষ্ট করে বলেন, ‘আদালতের মতোই সরকার বা মুখ্যমন্ত্রীও চান না কারওর চাকরি চলে যাক। এমনকি এও চান না যে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হোক। তাই নতুন পদ তৈরি করে দ্রুত নিয়োগ করা হবে।’

শিক্ষামন্ত্রী জানান, ‘কমিশন এই শূন্যপদ ও নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আজই আদালতে জানিয়েছে। এবার আদালত যেমনভাবে বলবে

তেমনভাবে নিয়োগ করতে প্রস্তুত রাজ্য। আদালত যদি বলে সকলকে চাকরি দিতে তাতেও করবে সরকার।’