শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে টালমাটাল পরিস্থিতি দীর্ঘদিন ধরেই।দীর্ঘদিন ধরেই চলছে বিক্ষোভ।এমন পরিস্থিতিতে অবশেষে পুজোর আগেই দফায় দফায় নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।জোট খুলছে দুর্নীতি।ঠিক এমন অবস্থায় গুরুত্বপূর্ন এক বিশেষ পদক্ষেপের কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী বলেন, “আদালতের নির্দেশ মেনে সব ধরনের কাজ করতে প্রস্তুত রাজ্য সরকার।আদালত যদি বলে সকলকে চাকরি দিতে হবে, তাহলে তা করতে রাজি রাজ্য। আদালত যদি বলে, ব্যতিক্রমী ভাবে যাঁরা ঢুকেছেন, তাঁদের বাতিল করতে হবে, তাতেও প্রস্তুত রাজ্য।”

এরপরই মুখ্যমন্ত্রীর ইচ্ছার কথা তুলে ধরেন ব্রাত্য বসু। বলেন, ‘মুখ্যমন্ত্রী চান না কারও চাকরি যাক।’ সমস্যার সমাধান তাহলে কোন পথে? শিক্ষামন্ত্রীর কথায়, ‘আদালতের মতো সরকারও চায় দ্রুত সব জটিলতা কাটিয়ে নিষ্পত্তি হোক। সে কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন পদ তৈরি করতে চেয়েছেন। মোট ১৪,৯১৬টি পদ তৈরি হচ্ছে। এর মধ্যে ৫,২০০টি পদ ইতিমধ্যেই তৈরি হয়েছে। ৯,৭১৬টি পদ তৈরি করা হবে।’

ব্রাত্য জানিয়েছেন, গ্রুপ সি-তে অতিরিক্ত ১৯৫০ টি শূন্যপদ, গ্রুপ ডিতে অতিরিক্ত ৪৩০০ শূন্যপদ, শিক্ষকদের ক্ষেত্রে ৩৪০০ অতিরিক্ত শূন্যপদ তৈরি করতে হবে। অর্থাত্‍ সব মিলিয়ে প্রায় ৯৭০০ অতিরিক্ত পদ তৈরির কথা বলেছেন তিনি।

মেধা তালিকা এবং ওয়েটিং লিস্ট-এ যাঁদের নাম আছে, তাঁদের প্রত্যেককে চাকরি দিতে রাজ্য উদ্যোগী বলে জানিয়েছেন ব্রাত্য। সে ক্ষেত্রে ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে ওয়েটিং লিস্ট-এ থাকা যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।শিক্ষামন্ত্রী স্পষ্ট ভাবে এদিন জানান,যোগ্য চাকরিপ্রার্থীদের সরকার কোনও মতেই বঞ্চিত করতে রাজি নয়।

আরো পড়ুন : Primary TET:পুজোর আগেই ফের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর!আগামী ১১ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা