এবার রেশন কার্ডেই (Ration Card) মিলবে স্বাস্থ্য পরিষেবা। কেন্দ্র সরকারের তরফে যারা বিনামূল্যে রেশন পান তাদের জন্য অতিরিক্ত সুবিধা আসছে।
দেশবাসীর স্বার্থে এমনই জনহিতৈষী প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছে মোদী সরকার।
সেই অনুযায়ী এবার থেকে রেশন কার্ড (Ration Card) থাকলেই বিনামূল্যে চিকিত্সার সুবিধাও মিলবে।
সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সমস্ত কার্ডধারীদের জন্য নয়, কেবল যারা অন্ত্যোদয় কার্ডধারী রয়েছেন তাদেরই বিনামূল্যে চিকিত্সার সূযোগ দিচ্ছে কেন্দ্র সরকার।
তাদের এই সুবিধা পাইয়ে দিতে তৈরি করা হবে আয়ুষ্মান কার্ড। তবে
দেশের সাধারণ মানুষ যাতে এই সুবিধা উপভোগ করতে পারে সেইজন্য ব্যাপক প্রচারও চালানো হচ্ছে।
কেন্দ্র সরকারের এই রেশন কার্ড সঙ্গে যদি আপনার সঙ্গে থাকে তাহলে অতি অব্যশই জনসুবিধা কেন্দ্রে গিয়ে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করতে পারেন।
এ প্রসঙ্গে উত্তরপ্রদেশের যোগী সরকার জানিয়েছে, ইতিমধ্যে সে রাজ্যে অন্ত্যোদয় কার্ডধারীদের আয়ুষ্মান কার্ড তৈরি করার নির্দেশ দিয়েছে তারা।
সেখানকার বিভিন্ন জেলাতে এই সুবিধা পেতে প্রচার অভিযান চালানো হচ্ছে। তবে বাংলা বা অন্যরাজ্যে কবে থেকে এই প্রকল্পের কাজ চালু হবে তা স্পষ্ট জানানো হয়নি।