ফের অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বোলপুরের বাড়িতে সিবিআইয়ের হানা।সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এবং বয়ান রেকর্ড করাতে অনুব্রতর বাড়িতে পৌঁছেছে সিবিআই।

এদিন প্রায় ১ ঘণ্টা ১০ মিনিট ধরে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা যায়।এর আগে, গত ১৭ অগস্ট অনুব্রত-কন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এসেও ফিরে যেতে হয়েছিল আধিকারিকদের। সে সময় সুকন্যা জানিয়েছিলেন যে, তাঁর মানসিক অবস্থা ভাল নয়।এ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে সমস্ত রকম আইনি প্রক্রিয়া সেরে যান আধিকারিকরা।

অনুব্রতকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। বীরভূম এলাকায় একাধিক চালকলে হানা দেন তদন্তকারীরা। সেই চালকলগুলির মধ্য অন্যতম ‘ভোলে বোম রাইস মিল’। ওই চালকলের প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে পাঠানো হয়েছিল অস্থায়ী ক্যাম্পে। তাঁকেও শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয়। শান্তিনিকেতনে সিবিআই-এর অস্থায়ী শিবিরে গিয়েছেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও।অর্থাৎ সমস্ত রকম জোট খুলতে মরিয়া সিবিআই।

 

আরো পড়ুন:Partha Chatterjee:পার্থ ও কল্যাণময়কে মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা এবার সিবিআইয়ের!