আরও বিপাকে জেলবন্দি তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।এবার পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গাঙ্গোপাধ্যায়কে (kalyanmoy Gangopadhyay) মুখোমুখি বসিয়ে জেরা করার চিন্তাভাবনা রয়েছে সিবিআইয়ের। আর সেই জন্য এবার পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিতে চাই সিবিআই।বৃহস্পতিবার এই মর্মে আলিপুর জজ কোর্টের বিশেষ সিবিআই বিচারকের কাছে আবেদন করে সিবিআই। সিবিআইয়ের সেই আবেদনের জেরে শুক্রবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয় পার্থকে।

যদি বিচারক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আবেদন মঞ্জুর হলে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে যেতে পারেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।মূলত বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। নিজাম প্যালেসে টানা ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। শুক্রবার আগেই আদালতে তোলা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে। দুপুর ১২টা নাগাদ প্রেসিডেন্সি জেল থেকে আলিপুর আদালতে হাজির করানো হয় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় পার্থ এবং কল্যাণময় দু’জনকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। এদিকে এদিন আদালতে পাশাপাশি বসেছিলেন পার্থ ও কল্যাণ। হঠাত্‍ দেখা গেল খানিকটা ঝুঁকে কল্যাণময়কে কিছু একটা বলছেন পার্থ।

তবে সে যেই মন্ত্র দিক এবার দুজনকে পাশাপাশি বসিয়ে জেরা করতে চাই সিবিআই।সিবিআইয়ের অনুমান, স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ করা নিয়োগ তালিকা চলে যেত মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। সেই তালিকায় শেষ অনুমোদন থাকত কল্যাণময়ের। কার নির্দেশে নিয়োগের ক্ষেত্রে অনুমোদন করতেন কল্যাণোময়? তা জানার জন্যেই দুই জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।তবে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ সিনহাকেও কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। কারণ, প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও শূন্যপদের তথ্য নিয়ে বেআইনি ভাবে সেই তথ্য কাজে লাগান এসএসসির উপদেষ্টা শান্তিপ্রসাদ এবং সুপারিশপত্র ছাপানোর কাজ করেছিলেন সমরজিত্‍ আচার্য। পার্থ এবং কল্যাণকে মুখোমুখি বসিয়ে জেরা করলে সংশ্লিষ্ট মামলায় অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

আরো পড়ুন:Partha-Arpita : ফের ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা