পুজোর ছুটিতে (Puja holiday) নবান্নে চব্বিশ ঘন্টা চালু থাকবে বিশেষ কন্ট্রোল রুম। ৩০ শে সেপ্টেম্বর থেকে ১০ ই অক্টোবর পর্যন্ত পুজোর ছুটি থাকবে সরকারি অফিসে‌।

ওই দিনগুলিতে কন্ট্রোল রুমে ১২ ঘণ্টা করে দুটি শিফটে অর্থ দপ্তরের

অধীন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পর্যায়ের যেসব কর্মী কাজ করবেন তাদের একটি তালিকা সম্বলিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পুজো উপলক্ষে একাধিক দফায় টানা ছুটি থাকবে সরকারি অফিসে।

এই সময় জরুরী পরিস্থিতি মোকাবিলা করার জন্য নবান্নে বিপর্যয় ব্যবস্থা দপ্তরের বিশেষ কন্ট্রোল রুম ২৪ ঘন্টা খোলা থাকবে।

এই সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কন্ট্রোল রুম ছাড়াও

সব সরকারি অফিসে অল্প কয়েকজন কর্মীকে পুজোর ছুটির (Puja Holiday) দিনগুলিতে কাজে আসতে হয়।

জরুরী কোনও কাজের প্রয়োজনে এই কর্মীদের রাখা হয়। এই বিশেষ দিনগুলিতে কোন কর্মীরা আসবেন তার রোস্টার বিভিন্ন অবস্থিত তৈরি করা হয়।

সরকারি সূত্রে জানা গিয়েছে পুজোর ছুটির মধ্যে শনিবার রবিবার অষ্টমী দশমী এবং লক্ষ্মী পুজোর দিন অফিসগুলিতে সাধারণত পুরো ছুটি থাকে ওই দিনগুলিতে কাউকে আসতে হয় না।

তবে এবার পুজোর ছুটি মোট ১১ দিনের। তার মধ্যে নির্দিষ্ট দিনগুলি বাদ দিয়ে কর্মীদের অফিসে আসার বিশেষ রোষ্টার করতে হবে।

অফিসগুলিতে নিজেদের মধ্যে আলোচনা করে ঐ রোস্টার তৈরি হয়। তবে সরকারি কর্মী মহলের অভিযোগ পুজোর ছুটির সময় অফিসে

আসার জন্য পরে বিশেষ ছুটি বা অতিরিক্ত টাকা কোনটাই মেলে না যা নিয়ে রয়েছে ক্ষোভ রয়েছে তাদের মধ্যে।