রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha-Arpita) এর কান্নাতে সায় দিলনা আদালত।
বুধবার ব্যাংকশাল আদালতে এসএসসি নিয়োগে দুর্নীতি মামলায় ভার্চুয়াল শুনানি চলে।
এদিন আরও ১৪ দিন জেল হেফাজত হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha-Arpita)।
আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে।
জেলে গিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি,তা জানিয়েছে আদালত। এদিন ব্যাংকশাল আদালতে পার্থ জামিনের আবেদন করলেও অর্পিতার আইনজীবী জামিন চাননি।
এই পর্বেই সওয়াল-জবাব চলাকালীন ইডির আইনজীবীরা দাবি করেন, -‘ আগে যে সম্পত্তি পাওয়া গিয়েছে, তা ছাড়াও আরও দু’টি নতুন সম্পত্তির হদিস পাওয়া গেছে।
একাধিক ভুয়ো কোম্পানি খুলে সম্পত্তিগুলো কেনা হয়েছিল। ওই ভুয়ো সংস্থাগুলিতে যে সমস্ত ডিরেক্টরের নাম রয়েছে তাঁরা সবাই ডকাগুজে।
এই মামলায় ইডি মনে করছে, -‘ ওই ভুয়ো সংস্থাগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল পার্থের হাতেই।
তার মধ্যে অন্যতম মেসার্স সিমবায়োসিস মার্চেন্ট প্রাইভেট লিমিটেড এবং ভিউমোর।
এই প্রসঙ্গেই ইডির আইনজীবী বলেন, ”আমরা মনে করছি, নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটি টাকার দুর্নীতি হতে পারে। তার চেয়ে বেশিও হতে পারে। তার মধ্যে ৪৯ কোটি টাকার মতো উদ্ধার হয়েছে।