ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের (Elizabeth II) শেষকৃত্যে অংশ

নিতে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ড সফরে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

ভারত সরকারের পক্ষ থেকে রাজপরিবারের কাছে শোকপ্রকাশও করবেন তিনি।

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে ৯৬ বছর বয়সে ব্রিটেনের প্রাক্তন রানি দ্বিতীয় এলিজাবেথ (Elizabeth II) এবং কমনওয়েলথের প্রধান।

আগামী ১৯ সেপ্টেম্বর ওয়েস্টমিনস্টার অ্যাবিতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পুলিশ সংযত ছিল, চাইলে গুলি চালাতে পারত, বিজেপির নবান্ন অভিযান নিয়ে মন্তব্য মমতার

রানির মৃত্যুর খবর পেয়ে তাঁর আত্মার শান্তি কামনা করে টুইট করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং

উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। ১২ সেপ্টেম্বর নয়া দিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে গিয়ে দেখা করে এসেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। ১১ সেপ্টেম্বর জাতীয় শোকও পালন করা হয়েছিল ভারতে।