পাকিস্তানের রুদ্ধশ্বাস জয় ভারতকে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হল। আজকের ভারত আফগানিস্তান ম্যাচ শুধুমাত্র নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়ালো। প্রসঙ্গত বলা যায় পাকিস্তানের কাছে হারার পর ভারতকে এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানের কাছে পাকিস্তানকে পরাজয় স্বীকার করতে হতো। এবং আজকের ম্যাচে ভারতকে জয়লাভ করতে হতো।
কিন্তু গতকালের আফগানিস্তান ও পাকিস্তানের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই শেষ পর্যন্ত পাকিস্তানকে ফাইনালের রাস্তা পাকা করে দিল। গতকালের ম্যাচে ১৩০ রান করে আফগানিস্তান। সেই রান করতে নেমে পাকিস্তানকে নয় উইকেট খোয়াতে হয়। অবশেষে নাসিমের পরপর দুটি ছক্কাতে পাকিস্তান জয়ের মুখ দেখে। কিন্তু রশিদ খান, মুজিবর সমস্ত বোলারের কাছে পাকিস্তানকে এই ১৩০ রান করতে বিপাকে পড়তে হয়।
শুরুর দিকে বাবর আজম থেকে শুরু করে একের পর এক অভিজ্ঞ প্লেয়ার কে কম রানের ব্যবধানে ফেরত যেতে হয়। কিন্তু এত সুন্দর বোলিং দক্ষতার মধ্যে পাকিস্তানের কাছে হার মানতে না পেরে আফগানিস্তানের প্লেয়ারদের চোখে জল চলে আসে। আর এই চোখের জলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হলো ভারতীয় টিমকে।
আরও পড়ুন : Asia Cup 2022 : ডু অর ডাই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পরাজিত ভারত