বৃহস্পতিবার বীরভূমের বোলপুরে এক চা চক্র অনুষ্ঠানে যোগ দিয়ে সিবিআই তদন্ত নিয়ে ফের বিস্ফোরক মূলক মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
দিলীপ ঘোষ স্পষ্ট জানান, রাজ্যে ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত নিয়ে মোটেই খুশি নন তিনি। ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই রাজ্যের বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। তলব করা হয়েছে অনেককে।তার মতে,কেবল ডাকাডাকি করলেই হবে না, সাজা দিতে হবে। তা না হলে মানুষ বিশ্বাস করবে কী করে? দুষ্কৃতীরা খুন করে দেবে, দেশে কোনও আইন নেই, সাজা নেই। সেটা করে দেখাতে হবে।তবে ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই’এর তদন্তে খুশি না হলেও দুর্নীতির অভিযোগ নিয়ে সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে তিনি খুশি বলে এদিন তার কথায় প্রকাশ পায়।
এর সাথে এদিন দিলীপ ঘোষ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকেও নিশানা করেন। তিনি জানান, এর আগেও তিনি বীরভূম জেলায় এসেছেন। কিন্তু তখন তাঁকে চা চক্র করতে দেওয়া হয়নি। বর্তমানে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন। তিনি বীরভূমে না থাকার কারণে চা চক্র করতে পারছেন বলে দাবি করেন এদিন দিলীপবাবু।