বেঙ্গালুরু থেকে মায়ের চিকিৎসা করিয়ে ফেরার পথে প্রবল বিপর্যয়। প্রবল বৃষ্টির জলে স্রোত বুঝতে না পেরে ভেসে গেল গাড়ি। প্রবল স্রোতে ভেসে যাওয়ার পর মা, বাবা, গাড়ির চালককে উদ্ধার করা গেলেও উদ্ধার করা গেল না ইঞ্জিনিয়ারিং পড়ুয়া(Engeenering Student) মৌনিকাকে।

 

পুলিশ সূত্রে জানা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়ার বি কোথাকোটায় রামানা কুমার একটি বেসরকারি স্কুল চালান। তার স্ত্রীর চিকিৎসার জন্য ভাই ও ইঞ্জিনিয়ারিং পড়ুয়া(Engeenering Student) মেয়ে সমেত তিনি বেঙ্গালুরু গিয়েছিলেন। সেখান থেকে ফিরতি পথে সাম্পাথিকোটা গ্রামে প্রবল বেগে বয়ে চলা একটি ঝোরার উপর তাদের গাড়িটি ভেসে যায়।

 

গাড়িটি ভেসে যাওয়া মাত্রই স্থানীয় বাসিন্দারা তাদের চিৎকার শুনে জলে নেমে গাড়িটি উদ্ধারের চেষ্টা করেন। সেখান থেকে রামানা, তার স্ত্রী উমা, ভাই শ্রীনিবাসুলু গাড়ির চালককে উদ্ধার করা সম্ভব হয়। কিন্তু কোনো খোঁজ পাওয়া যায় না তার মেয়ে মৌনিকার(Engeenering Student)। তার খোঁজে বিপর্যয়ের মোকাবিলা দল জলে নেমে তল্লাশি শুরু করলেও তাকে পাওয়া যায়নি। পরে পুলিশ তার দেহ উদ্ধার করে।