মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা সংসদ থেকে সরানোর নির্দেশ জারি করল রাজ্য সরকার।পরিবর্তে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে (Gautam Pal) প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল।সভাপতি পদে নতুন নিয়োগের পাশাপাশি ঢেলে সাজানো হল প্রাথমিক শিক্ষা পর্ষদকে।এবার পর্ষদে প্রসিডেন্ট ছাড়াও থাকছেন ১১ জন সদস্য।কমিটিতে রয়েছে সাহিত্যিক নৃসিংহপ্রসাদ ভাদুড়ি।রয়েছেন বেশ কিছু অধ্যাপক,শিক্ষাবিদ।

উল্লেখ্য,এর আগে আদালতের নির্দেশে অপসারিত হয়েছিলেন মানিক ভট্টাচার্য।গত জুন মাসে তাঁকে পদ থেকে বরখাস্ত করে কলকাতা হাইকোর্ট।তারপর থেকেই তাঁর জায়গায় কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল।নতুন সভাপতি নিযুক্ত না হওয়া পর্যন্ত পর্ষদ সভাপতির দায়িত্ব সামলাবেন সচিব রত্না চক্রবর্তী বাগচী,এমনটাই জানিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।তবে এই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন মানিক ভট্টাচার্য।

তবে তাঁর আবেদনে সাড়া দেয়নি আদালতের ডিভিশন বেঞ্চ।অবশেষে মানিক ভট্টাচার্যকে পদ থেকে সরানোর সিদ্ধান্ত নিল রাজ্য।মঙ্গলবার কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালকে প্রাথমিক শিক্ষা পর্ষদের নয়া সভাপতির দায়িত্ব দেওয়া হল।

 

আরো পড়ুন:TMC:সিবিআই,ইডির ভূমিকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন এবার তৃণমূল!