সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতার বড় পুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।সেখান থেকেই ভার্চুয়াল বৈঠকে রাজ্যের বড় পুজো কমিটিগুলির সঙ্গেও বৈঠক করবেন তিনি।মূলত এবারের বৈঠকে বদল আনা হয়েছে।এতদিন মুখ্যমন্ত্রী শুধুমাত্র কলকাতার পুজো কমিটিগুলির মধ্যে বৈঠক সীমাবদ্ধ রাখতেন।কিন্তু এবার বৈঠকে ভার্চুয়ালি উপস্থিতি থাকবে জেলার পুজো কমিটিগুলিও।
জানা যায় সোমবারের বৈঠকে উপস্থিত থাকবেন ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার-সহ শীর্ষ পুলিশকর্তারা। থাকবেন জেলাশাসক,মহকুমাশাসকরা-সহ শীর্ষ আধিকারিকরা।
উল্লেখ্য,এই প্রথম কলকাতার পাশাপাশি জেলার পুজো কমিটিগুলির সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।তাই ব্যারাকপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে।কলকাতার লাগোয়া এই মহকুমায় কামারহাটির নজরুল মঞ্চ,ব্যারাকপুর সুকান্ত সদন এবং নৈহাটিতে সমস্ত বড় পুজো কমিটির কর্তারা উপস্থিত থাকবেন।এই বৈঠকে থাকবেন পুলিশ-প্রশাসনিক কর্তাব্যক্তিরাও।থাকবেন কলকাতা পুলিশের শীর্ষ কর্তারাও।
কলকাতা-সহ জেলার পুজো কমিটিগুলি বেশ কয়েক বছর ধরে ৫০ হাজার টাকা করে অনুদান পাচ্ছে।সেটা নিয়ম করে দিয়ে আসছে রাজ্য সরকার।তাই সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী অনুদান নিয়ে কিছু ঘোষণা করেন কিনা সেটাই দেখার বিষয়।এবার অনুদান কমবে নাকি বাড়বে-তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।