চলে গেলেন প্রবীণ কংগ্রেস (Congress) নেতা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি দেবব্রত বসু ওরফে বেনুদা।সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।রবিবার সকালে তাঁর মৃত্যু সংবাদ জানান সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।

আজ অধীরবাবু জানান, ‘পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সহ-সভাপতি, আমাদের সবার প্রিয় দেবব্রত বসু (বেনুদা)-র প্রয়াণে আমি শোকস্তব্ধ। পরম করুণাময়ের কাছে আমি তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। আমৃত্যু কংগ্রেসের জন্য নিবেদিত প্রাণ বেনুদা আমাদের সকলের কাছেই দৃষ্টান্ত হয়ে থাকবেন। প্রয়াত দেবব্রত বসুর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা।’

প্রসঙ্গত, রাজনৈতিক ব্যক্তি হিসাবে শুধু দলের কাছেই নন, বিরোধীদের কাছেও অত্যন্ত কাছের মানুষ ছিলেন দেবব্রত বসু। নিজের রাজনৈতিক বুদ্ধিমত্তা নিয়ে সকলের ভালোবাসা অর্জন করেছিলেন তিনি। যদিও বেণুদা নামেই তিনি বেশি পরিচিত। প্রণব মুখোপাধ্যায় থেকে শুরু করে গনিখান, প্রিয়রঞ্জন দাসমুন্সি এবং অধীর চৌধুরীর সঙ্গে কাজ করেছেন তিনি। দল ছিল তাঁর কাছে প্রাণ। তাই দলের চরম দুঃসময়েও কংগ্রেস ছাড়ার কথা ভাবেননি। যদিও শেষের দিকে শারীরিক নানান অসুস্থতার কারণে প্রদেশ দফতরে আর যাওয়া হত না তাঁর।তাই আজ তাঁর মৃত্যুতে এক যুগের অবসান হল বলে মনে করছেন প্রবীণ নেতারা।

 

আরো পড়ুন:Anubrata Mondol:কেষ্টর গ্রেফতারি পরই, কলকাতা বিমানবন্দরে নকুলদানা বিলি করল কংগ্রেস কর্মীরা!