শিকাকাই ও চুলের যে কোনও সমস্যার সমাধানে খুব কার্যকরী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, খুশকির সমস্যা থেকে শুরু করে মাথার ত্বকের যে কোনও সংক্রমণ নিরাময়, চুল পড়া রোধ করতেও এটি সহায়তা করে। এছাড়া নিয়মিত শিকাকাই এর ব্যবহার চুলকে ঘন রাখতে, মজবুত করতে। আজকে জেনে নিন চুলের যত্নের শিকাকাই পাউডারের ব্যবহার।

 

:একটি ডিম ফেটিয়ে তাতে এক চামচ শিকাকাই পাউডার, দু’চামচ টক দই একসঙ্গে মিশিয়ে পুরো চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর চুল ধুয়ে ফেলুন। চুলের জন্য তেল সবচেয়ে ভালো কন্ডিশনার। এ ছাড়া শ্যাম্পুর পর চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে ফেললেও চুলের ভালো কন্ডিশনিং হয়।

 

 

খুশকি থেকে মুক্তি পেতে টেবিল চামুচ ফ্রেশ লেবুর রস এর সাথ ২ টেবিল চামুচ অলিভ অয়েল ও ২ টেবিল চামুচ পানি,শিকাকাই পাউডার একসাথে মিশিয়ে মাথার তক এ ম্যসাজ করতে হবে। ২০ মিনিট পর শ্যাম্পু করে ফেলতে হবে। সপ্তাহে একবার এই ম্যাসাজ করলে খুশকি দূর হয়।

 

 

কোঁকড়ানো চুলের গোড়া শক্ত করতে শিকাকাই খুবই কার্যকরী।এর জন্য শিকাকাই গুঁড়ো করে নিয়ে তার সঙ্গে নারকেল তেল বা আমন্ড অয়েল মিশিয়ে নিয়ে তা চুলের গোড়ায় মাসাজ করুন।

এতে চুলের গোড়া হবে মজবুত। সপ্তাহে তিনবার করে এটি অ্যাপ্লাই করা যাবে।

 

Image source-google