সুমিত আন্টিল ইন্ডিয়ান ওপেন প্যারা অ্যাথলেটিক্স (Para Athelatics) চ্যাম্পিয়নশিপে বিশ্বরেকর্ড করলেন। টোকিয়ো প্যারালিম্পিক্সেও সোনা জিতে চমকে দিয়েছিলেন তিনি। জ্যাভলিনে বিশ্বরেকর্ড গড়লেন। পাশাপাশি ডিসকাসে বিশ্বরেকর্ড গড়েছেন যোগেশ কাঠুনিয়া। সব মিলিয়ে এদিন দু’টি বিশ্বরেকর্ড হল।

বেঙ্গালুরুর এই প্রতিযোগিতাতে টোকিয়োর মতো একই ছন্দে দেখা গিয়েছে সুমিতকে। ৬৮.৬২ মিটার দূরে বর্শা ছুড়েছেন তিনি। এর আগের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে ছিল। টোকিয়োয় এফ৬৪ বিভাগে ৬৮.৫৫ মিটার বর্শা ছুড়ে বিশ্বরেকর্ড গড়েন তিনি। প্যারালিম্পিক্সের (Para Athelatics) পরেই তিনি বলেন, এশিয়ান গেমসের আগে ৭৫ মিটার দূরত্ব পেরোতে চান। সেই দিকেই ক্রমশ এগিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: KL Rahul: জাতীয় সঙ্গীতের আগে কী এমন করলেন রাহুল!

অন্যদিকে একই ছন্দে দেখা গিয়েছে যোগেশকেও। তিনি ডিসকাসে ৪৮.৩৪ মিটার ছুড়ে বিশ্বরেকর্ড গড়েছেন। যোগেশ টোকিয়ো প্যারালিম্পিক্সে পেয়েছিলেন রুপো। (Para Athelatics)