আবারও ব্যাট হাতে দেখা যাবে গৌতম গম্ভীরকে (Goutam Gambhir)।লেজেন্ডস লিগ ক্রিকেটে খেলবেন তিনি। এই প্রতিযোগিতা শুরু হবে ১৭ সেপ্টেম্বর থেকে। আর সেই প্রতিযোগিতা শুরুর আগের দিনই ইডেনে উদ্বোধনী ম্যাচ খেলতে নামবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মোট ১০টি দেশের ক্রিকেটাররা খেলবে লেজেন্ডস লিগ প্রতিযোগিতায়। মোট দল হবে চারটি। তারা খেলবে ১৫টি ম্যাচ। সুত্রের খবর, শুক্রবার গম্ভীর (Gautam Gambhir) বলেন, “লেজেন্ডস লিগ ক্রিকেট শুরু হবে ১৭ সেপ্টেম্বর। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে সেই প্রতিযোগিতায় আমি খেলব। ক্রিকেট মাঠে ফের নামত পারব। ভেবেই উত্তেজিত লাগছে। আন্তর্জাতিক ক্রিকেটারের একেক জন তারকার সঙ্গে ফের খেলার সুযোগ পাব ভেবেই গর্ব বোধ হচ্ছে।”

আরও পড়ুন: Virat Kohli: মানসিক সমস্যায় ভুগছেন কোহলী! কি বললেন তিনি

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ওপেনার হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন গম্ভীর (Gautam Gambhir)। ২০১১ সালের বিশ্বকাপের ফাইনালে তাঁর ৯৭ রানের ইনিংস ভারতের জয়ের ক্ষেত্রে ছিল এক বড়ো অবদান।