এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্য জুড়ে ব্যাপক তোলপাড়।
টেট পরীক্ষায় পাশ করা আন্দোলনরত প্রার্থীরা কবে চাকরি পাবেন, তাই নিয়ে উঠছে প্রশ্ন।
তাদের নিয়োগ সংক্রান্ত জট ছাড়াতে এবার প্রার্থীদের সঙ্গে আজ বৈঠকে বসছেন ব্রাত্য বসু।
বুধবার দুপুর ২টোয় নিজের দফতর বিকাশ ভবনে কথা বলবেন তিনি। ৬ জনের প্রতিনিধি দল ব্রাত্যের সঙ্গে দেখা করতে যাবে।
গত শুক্রবার তাদের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন দলীয় বৈঠকের কারণে সময় দিতে পারেননি ব্রাত্য।
পরে ফোন করে নতুন করে বুধবার সময় দেওয়া হয়। এই বৈঠকে থাকতে পারেন রাজ্যের শিক্ষা দফতরের আধিকারিকরাও।
প্রসঙ্গত, এর আগের সপ্তাহে আন্দোলনরত এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী।
তার আগে এসএসসি (SSC) চাকরিপ্রার্থীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজে থেকে উদ্যোগী হয়ে একপ্রস্থ বৈঠক করেছিলেন।
এবার টেট চাকরিপ্রার্থীদের দীর্ঘ আন্দোলন চলাকালীন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আসন্ন বৈঠকের পর নিয়োগ সংক্রান্ত কোনও সমাধান বেরোয় কি না, সেই দিকেই নজর প্রার্থীদের।