নেতাজির শেষ চিহ্ন যাতে জাপান থেকে ভারতে ফিরিয়ে আনা হয় এমনটাই দাবি তুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কন্যা অর্থনীতিবীদ অনিতা বসু পাফ(Anita Bose Pfaff)। তিনি অভিযোগ করেছেন ভারত এবং জাপান উভয় দেশই তার দাবিতে ঢিলেমি করছে। অনিতা বসু বলেছেন দেশ স্বাধীন হয়েছে তা নেতাজি দেখে যেতে পারেননি, তাই তার শেষ চিহ্নটুকু ভারতে ফিরিয়ে আনলে তিনি পরিতৃপ্ত হবেন।

নেতাজি কন্যা অনিতা বসু পাফ(Anita Bose Pfaff) আরও দাবি করেছেন টোকিওর রেনকোজি মন্দিরে যে চিতাভস্ম রাখা আছে তা নেতাজিরই কিনা তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করা সম্ভব। সেই চিতাভস্মের ডিএনএ পরীক্ষা করে উপযুক্ত তথ্য সকলের সামনে নিয়ে আসার আবেদন জানিয়েছেন অনিতা দেবী।

এক বিবৃতিতে নেতাজি কন্যা অনিতা বসু পাফ(Anita Bose Pfaff) জানিয়েছেন, ‘নেতাজির একমাত্র কন্যা হিসেবে আমি তাঁর একান্ত ইচ্ছের কথা জনসমক্ষে জানালাম। তিনি চাইতেন, স্বাধীন দেশে ফিরতে। সেটা আর সম্ভব নয়, তাই অন্তত তাঁর শেষ চিহ্নটুকু ফিরিয়ে আনা হোক। যাতে নিজের দেশে উপযুক্ত সম্মানটুকু তাঁকে দেশবাসী দিতে পারে।’

বিবৃতির শেষে তিনি লেখেন, ‘প্রত্যেক ভারত, পাকিস্তান ও বাংলাদেশবাসী, যাঁরা আজ স্বাধীনতার সঙ্গে বাঁচতে পারছেন, তাঁরা সবাই নেতাজির পরিবার। আমি আমার সমস্ত ভাই, বোনেদের অভিনন্দন জানাই। এবং তাঁদের কাছে আবেদন করতে চাই, তাঁরা যেন নেতাজিকে ঘরে ফেরাতে আমার উদ্যোগকে সমর্থন জানান।’