সবাই চায় নিজেকে সুন্দর করে তুলতে। সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হলো আমাদের ঠোঁট । অনেক সময় বিভিন্ন কারণেই আমাদের ঠোট পুড়ে যায় এবং কালো হয়ে যায়। যার জন্য দেখতেও খারাপ লাগে। তাইতো সুন্দর গোলাপী ঠোঁট করতে ব্যবহার করুন কিছু ঘরোয়া টিপস যা ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আপনি পেয়ে যাবেন গোলাপি সুন্দর ঠোঁট ।

 

এক চা চামচ নারকেল (coconut)তেলের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মেশান। তাতে সামান্য মধু মিশিয়ে দিন।একটা ছোট কৌটোতে রেখে দিন। নিয়ম করে প্রতিদিন মিশ্রণটি ঠোঁটে লাগান।ঠোঁটের আদ্রতা বজায় থাকবে।

 

 

লবণ এবং চিনির মিশ্রণ ভালো মত করে মিশিয়ে তার মধ্যে এ লেবু দিয়ে এই মিশ্রণ টি ঠোঁটদুটো স্ক্রাপ করতে হবে সারকুলার মোশনে।৫ মিনিট ধরে যদি লেবুর সাহায্যে স্ক্রাপটি করতে পারি ঠোঁট কিন্তু খুব বেশি সুন্দর হয়ে যাবে। কালো রং পাল্টে একেবারে গোলাপি হয়ে যাবে।(lip care)

 

 

১ চা চামচ নারকেল তেল আর ১ চা চামচ চিনি দিয়ে বানিয়ে নিন লিপ স্ক্রাব। কয়েকবার ঠোঁট স্ক্রাব করে ধুয়ে ফেলুন। রোজ রাতে ঘুমানোর আগে করলে ঠোঁট ফাটবে( chapped lips) না এবং নরম ও গোলাপি হবে।

 

ডাবল বয়লিং প্রোসেসে পেট্রোলিয়াম জেলি নিয়ে সেটা গলিয়ে নিন। এর সাথে হাফ চা চামচ অ্যালোভেরা জেল, ২ ফোঁটা সুইট আমন্ড অয়েল, ১ ফোঁটা পেপারমিন্ট অয়েল যোগ করুন এবং ভালোভাবে মিশিয়ে নিন। এবার একটা খালি লিপ বামের কৌটায় মিশ্রণটি ঢেলে নিন। ৬-৮ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই লিপ বাম (Lip balm)রেডি। রোজ রাতে ঘুমানোর আগে ব্যবহার করুন ।(lip care)

Image source-google