রবিবার সেন্ট্রাল পার্ক থেকে করুণাময়ী পর্যন্ত ১০০ জনকে নিয়ে সকাল সকাল তেরঙা যাত্রা করেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।সেখানেই সংবাদমাধ্যমের সম্মুখীন হয়ে একের পর এক বিস্ফোরক মূলক মন্তব্য করেন তিনি।বলেন,-“তৃণমূল নেতারা ধরা পড়ছে।আর প্রতিবাদ মিছিল করছে।এটা দুঃখের বিষয়।আমাদের রাজ্যের নেতারা দুর্নীতিতে ধরা পড়েছেন এটা লজ্জার বিষয়।আর আবার মিছিল করছেন। এটা সমাজের কাছে লজ্জার বিষয়।”
উল্লেখ্য,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন কেন্দ্র সরকার রাজ্যের টাকা দিচ্ছে না।সে প্রসঙ্গে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বক্তব্য, “কেন্দ্র সরকার সাংসদদের যা টাকা দিচ্ছে সেইটা তৃণমূল কংগ্রেস খরচা করতে দিচ্ছে না।আমার টাকা আটকে রেখেছে।সমস্ত সাংসদের টাকা আটকে রেখেছে।সাধারণ মানুষের জন্য টাকা দিয়েছে। তৃণমূল টাকা খরচ করতে জানে না,তারা শুধু লুঠ করতে জানে।তাদের কে বিশ্বাস করে টাকা দেবে ?”
তিনি আরও যোগ করে বলেন,”কেন্দ্র সরকার যদি টাকা দিচ্ছে না।রাজ্যের হাতে টাকা নেই,তাহলে কোটি কোটি টাকার পাহাড় কি করে পাওয়া যাচ্ছে।পার্থবাবুর কাছ থেকে ৩০০ কোটি টাকার সম্পত্তি পাওয়া গিয়েছে।অনুব্রত মণ্ডলের কাছ থেকে ৫০০ কোটি টাকার বেশি সম্পত্তি পাওয়া গিয়েছে।এখনও খোঁজা চলছে।মোট ৮০০ কোটি টাকা এখনও পাওয়া গিয়েছে।এইভাবে যদি নেতারা ধরা পরে আর টাকা পাওয়া যায় তাহলে দেখা যাবে কেন্দ্র সরকারের যত টাকা এসেছে সব নেতাদের বাড়ি চলে গিয়েছে। সেসব টাকাই সব রাজ্যের মন্ত্রীদের কাছ থেকে পাওয়া যাচ্ছে।এই সরকারকে বিশ্বাস করে আর কেউ টাকা দেবে না।মানুষের জন্য টাকা খরচা করেননি রাজ্য সরকার।”
আরো পড়ুন:Dilip Ghosh:’পার্টিরই মাজা ভেঙে যাচ্ছে’ অনুব্রত ইস্যুতে খোঁচা দিলীপের!