অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) পাশে নেই দল। বীরভূমের জেলা সভাপতিকে গ্রেফতার করে সিবিআই আদালতে পেশ করার সঙ্গে সঙ্গেই দলের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল। সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী।
চন্দ্রিমা বলেন, ”কোনও অনৈতিকতা ও দুর্নীতিকে দলে প্রশ্রয় দেওয়া হয় না। দলের সাংসদ তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন, দুর্নীতিকে কোনও ভাবেই মেনে নেবে না দল। একই কথা বলেছেন আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হিসাবেই মানুষের পক্ষে ক্ষতিকর এমন কোনও কাজ করলে, মানুষকে ঠকালে দল কোনও ভাবেই কাউকে সমর্থন করবে না।”
এর পাশাপাশি তৃণমূলের পক্ষে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকেও আক্রমণ করেন চন্দ্রিমা। তিনি জানান, কেন্দ্রীয় সংস্থাগুলির নিরপেক্ষ আচরণ করা উচিত নয়। কেন্দ্র যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করছে বলেও আক্রমণ করেন তিনি। সেই সঙ্গে বলেন, ”সিবিআই ও ইডি নিরপেক্ষ চেহারা না দেখানোর জন্য শুক্র ও শনিবার দলের ছাত্র ও যুব সংগঠন জেলায় জেলায় বিক্ষোভ দেখাবে।”
আরো পড়ুন:Anubrata Mondal:’গ্রেফতারই হননি অনুব্রত মণ্ডল,তাকে সঙ্গে করে নিয়ে গিয়েছে’দাবি আইনজীবীর!