সোমবার শেষ হয়েছে কমনওয়েলথ গেমস (Commonwealth Games 2022)। আর তার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না পাকিস্তানের দুই বক্সারকে। বুধবার সে দেশের জাতীয় বক্সিং সংস্থা এমনটাই দাবী করেছেন।
পাকিস্তানের বক্সিং সংস্থার সচিব নাসির টাং জানিয়েছেন সুলেমান বালোচ এবং নাজিরউল্লাহকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাকিস্তান দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার দু’ঘণ্টা আগে নিখোঁজ হয়ে যান তাঁরা। সুত্রের খবর, নাসির বলেন, “ফেডারেশনের যে কর্তারা বার্মিংহাম গিয়েছিলেন তাঁদের কাছেই ওই দুই বক্সারের পাসপোর্ট এবং যাবতীয় নথি রয়েছে।” দলের তরফে ইতিমধ্যেই পাকিস্তানের দূতাবাসকে জানানো হয়েছে ইংল্যান্ডে। তদন্তের জন্য পাকিস্তান অলিম্পিক্স সংস্থা তৈরি করেছে চার জনের দল। (Commonwealth Games 2022)
আরও পড়ুন: Achinta Sheuli: কমনওয়েলথে সোনাজয়ী অচিন্ত্যকে রাজ্য সরকার দেবে ৫ লক্ষ টাকা
এ বারের কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) বক্সিং থেকে কোনও পদক পায়নি পাকিস্তান। অন্য খেলাগুলিতে মোট আটটি পদক পেয়েছে তারা। পেয়েছে দু’টি সোনাও। ভারোত্তোলন এবং জ্যাভলিনে সোনা জিতেছে পাকিস্তান।