কিছুদিন আগেই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কালো পোশাক পড়ে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। সেই বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল সংসদ ভবন থেকে এবং কংগ্রেস সাংসদেরা কালো পোশাক পড়ে সংসদ চত্বরে প্রবেশ করেন। এদিন নাম না করেই কংগ্রেসের সেই কর্মসূচিকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) এদিন কটাক্ষ করে বলেন কিছু মানুষ কালা জাদুকে আশ্রয় করে করে বাঁচতে চাইছে। তিনি বলেন, ‘হতাশা এবং নেতিবাচক চিন্তার মধ্যে পড়ে কিছু মানুষ কালা জাদুকে আশ্রয় করে বাঁচতে চাইছে। গত ৫ আগস্ট তারা ব্ল্যাক ম্যাজিক প্রদর্শন করতে এসেছিল। ওরা ভাবছে, কালো পোশাক পরলেই ওদের ব্যর্থতার সময় কেটে যাবে।’
বিরোধীদের কটাক্ষ করে নরেন্দ্র মোদী(Narendra Modi) আরো বলেন, ‘সরকারের বিরুদ্ধে লাগাতার মিথ্যা কথা প্রচার করছে কিছু মানুষ। তবে যতই মিথ্যা প্রচার করা হোক না কেন, মানুষ তাদের কথা বিশ্বাস করবে না।’
অন্যদিকে গুজরাটে ভোটের প্রচারে গিয়ে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার কথা ঘোষণা করেছে আম আদমি পার্টি। এই নিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কেন্দ্র। পাশাপাশি বেশকিছু বিরোধীদলের পক্ষ থেকেও বিনামূল্যে সরকারি পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী এদিন বলেন, ‘বিনামূল্যে সুবিধা দিলে ভবিষ্যত প্রজন্মের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আত্মনির্ভরতার পথে বাধা সৃষ্টি হচ্ছে। করদাতাদের উপরেও চাপ বাড়বে।’