কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালিদের দেওয়া হবে চাকরি।বুধবার মোহনবাগান ক্লাবের নতুন তাবুর উদ্বোধনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সেখানে গিয়েই তিনি ঘোষণা করেন, কমনওয়েলথ গেমসে পদকজয়ী বাঙালিদের দেওয়া হবে চাকরি।এর পাশাপাশি মুখ্যমন্ত্রী জানান, সোনাজয়ী অচিন্ত্য শিউলিকে ৫ লাখ টাকা এবং ব্রোঞ্জজয়ী সৌরভকে ২ লাখ টাকাও দেওয়া হবে।আগামী ১৬ অগাস্ট ‘খেলা দিবস’-এর দিন তাদেরকে এই সন্মান দেওয়া হবে বলে জানানো হয়।
মূলত গত ১ অগস্ট কমনওয়েলথে ভারোত্তোলনে সোনা জেতেন শিউলি। ৭৩ কেজি বিভাগে স্ন্যাচিংয়ে অচিন্ত্য অনায়াসে রেকর্ড গড়েন। প্রথম চেষ্টায় তোলেন ১৩৭ কেজি। পরের বার তোলেন ১৪০ কেজি এবং শেষ বার ১৪৩ কেজি। ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম চেষ্টায় অচিন্ত্য তোলেন ১৬৬ কেজি। পরের বার ১৭০ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হলেও তৃতীয় চেষ্টায় সেই ওজন তুলে দেন তিনি। গেমস রেকর্ড গড়েন মোট ৩১৩ কেজি তুলে।
৪ই আগস্ট সৌরভ সোনা জেতেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে ৩-০ ব্যবধানে হারিয়ে দেন ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে।সৌরভ জেতেন ১১-৬, ১১-১, ১১-৪।আগামী ১৬ ই আগস্ট খেলা দিবসে এদের দুজনকেই সম্মানিত করবে রাজ্য সরকার।
আরো পড়ুন:Mamata Banerjee:রাজধানীতে মোদী মমতা সাক্ষাৎকারে যে বিষয়গুলি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী!