এবারের কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সোনা জিতেছেন বাংলার ছেলে অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। তিনি আজ ঘরে ফিরলেন। হাওড়ার দেউলপুরের বসিন্দা অচিন্ত্য।সোনার ছেলের ঘরের ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন পাঁচলার দেউলপুর বাসিন্দারা। পছন্দের খাবার বানিয়ে তৈরি ছিলেন তাঁর মা-ও।
আগেই অচিন্ত্য (Achinta Sheuli) ফোনে জানিয়েছিলেন বাড়ি ফিরে কড়াইশুটির কচুরি আর চানা-মশলা খাবেন। সেই মতো নিজের হাতে সব বানিয়েছেন অচিন্ত্যের মা পূর্ণিমা বাউড়ি। ছেলে ঘরে এলেই গরম গরম ভেজে দেবেন। এ ছাড়া আনা হয় তাঁর প্রিয় দই এবং মিষ্টি।
আরও পড়ুন: Sikandar Raza: এক দিনের ক্রিকেটে নতুন নজির রাজার
অচিন্ত্য (Achinta Sheuli) বাড়িতে পা রাখতেই বাঁধ ভাঙা ঊচ্ছাসে ফেটে পড়েন বাসিন্দারা। তাঁর আসার আগে থেকেই বাড়িতে ভিড় জমিয়েছিলেন অনেকে। বরণডালা সাজিয়ে মা তাঁকে বরণ করে নেন। কমনওয়েলথ গেমসে ভারোত্তলনে ৭৩ কেজি বিভাগে সোনা জিতেছেন অচিন্ত্য। এ বার তাঁর লক্ষ্য ২০২৪-এর প্যারিস অলিম্পিক্স। কয়েক দিন বিশ্রাম নিয়ে ফের অনুশীলন শুরু করে দেবেন অচিন্ত্য।