আবারও বন্দুকবাজের হামলা আমেরিকায়। আর এবার হামলা হয়েছে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে (Washington DC)। জানা যাচ্ছে সোমবার রাতের এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ছয় জন। এমনকি ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গিয়েছেন বলেও সূত্রের খবর।

ওয়াশিংটন ডিসি (Washington DC) পুলিশ সূত্রে খবর সোমবার রাতে ওয়াশিংটন ডিসির উত্তর-পূর্বের এফ স্ট্রিটে হঠাৎ করে এক হামলাকারী গুলি বৃষ্টি শুরু করে। গুলিবৃষ্টির ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই বিষয়ে মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের প্রধান রবার্ট কন্টে জানিয়েছেন ঘটনায় ছয় জন গুলিবিদ্ধ হয়েছেন এবং গুলির আঘাতে মৃত একজন।

কে বা কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট জানা যায়নি। ঘটনাটির বিষয়ে ওয়াশিংটন ডিসির (Washington DC) পুলিশ টুইট করেছে। হামলাকারী এখনো পর্যন্ত অধরা বলে জানা যাচ্ছে। বিগত কয়েক মাসে বন্দুকবাজের হামলায় আতঙ্কিত আমেরিকাবাসী। গত জুন মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে সই করলেও নতুন আইনে পরিস্থিতি বিশেষ বদলেছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।