করোনা আক্রান্ত হওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি লোকেশ রাহুল (KL Rahul)। টি-টোয়েন্টি সিরিজে তাঁর বদলে দলে নেওয়া হল সঞ্জু স্যামসনকে। শুক্রবার থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন এই সঞ্জু।
রাহুল (KL Rahul) ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে চোট পেয়েছিলেন। জার্মানিতে গিয়ে চিকিৎসা করিয়ে আসেন তিনি। সুস্থও হয়ে উঠেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার জন্য তৈরিও হচ্ছিলেন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। কিন্তু যাওয়ার আগে করোনা পরীক্ষা করা হয় তাঁর। সেই ফল আসে পজিটিভ। ২৪ জুলাই যাওয়া বাতিল হয়ে যায় তাঁর। কিন্তু করোনা থেকে সেরে ওঠা রাহুলকে এখনই মাঠে নামানোর ঝুঁকি নিচ্ছে না ভারত। সেই কারণেই তাঁর বদলে বোর্ড স্যামসনকে দলে নিল।
আরও পড়ুন: Lovlina Borgohain: ‘ভারতীয় খেলোয়াড়দের সন্তুষ্ট করা খুব কঠিন’, লভলিনাকে খোঁচা দেশের ক্রীড়া কর্তার
স্যামসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে দলে ছিলেন। ফলে তাঁকেই রেখে দেওয়া হল টি-টোয়েন্টি সিরিজের জন্য। তিন মাস পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে স্যামসনের থাকার সম্ভাবনা কম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের কোনও ম্যাচে সুযোগ পেলে নিজেকে প্রমাণ করার চেষ্টায় থাকবেন সঞ্জু স্যামসন।