এবারের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার ঠিক আগেই হঠাৎ ভারতীয় অ্যাথলিটদের কড়া সমালোচনা। সেটা খোদ ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান অনিল খন্নার মুখে। কমনওয়েলথ গেমসের ভিলেজে বসে দেশের অ্যাথলিটদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

সুত্রের খবর, সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে খন্না বলেন, “ভারতীয় খেলোয়াড়দের সন্তুষ্ট করা খুব কঠিন। অল্প কিছু হলেই তাঁরা প্রতিবাদ করেন। খেলোয়াড়দের মধ্যে মানিয়ে নেওয়ার কোনও মানসিকতা নেই।’’

আরও পড়ুন: Football: ফুটবল খেলতে গিয়ে মাঠেই মৃত্যু মঙ্গল সরেন-এর

নাম না নিলেও খন্নার অভিযোগের তীর অলিম্পিক্স পদকজয়ী বক্সার লভলিনা বরগোহাঁইয়ের (Lovlina Borgohain) দিকে। লভলিনার কোচ সন্ধ্যা গুরুংকে প্রথম ভিলেজে ঢুকতে দেওয়া হয়নি। তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। শেষ পর্যন্ত দলের চিকিৎসক করণজিৎ সিংহকে ভিলেজ ছাড়তে হয় লভলিনার কোচকে জায়গা করে দিতে। এটাই পছন্দ হয়নি খন্নার। খন্না আরও বলেন, ‘‘লভলিনা একজন অলিম্পিক্স পদকজয়ী। তাঁর অনুরোধ আমাদের রাখতেই হত। কিন্তু এটা করতে গিয়ে যেটা হল, দলের চিকিৎসককে এ বার গেমস ভিলেজের বাইরে থাকতে হবে। উনিও তো যথেষ্ট অভিজ্ঞ। বেশ কিছু কোচ এবং কর্তার মতো উনি ভিলেজের বাইরে রয়েছেন।”