মধুকন্ডিশনার (conditioner)হিসেবে খুব ভালো কাজ দেয়। মধু ও নারকেল তেল একসঙ্গে মিশিয়ে নিয়ে পুরো চুলে লাগান।রুক্ষ, শুষ্ক( frizzy hair)চুলের জন্য মিশ্রণটি ভালো কাজ দেয়। মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

 

শ্যাম্পু করার পর কন্ডিশনার(conditioner) দরকার পড়বে। চুল সিল্কি করতে শ্যাম্পু করার পর চুলে ভাতের ফ্যান দিয়ে মাথাটা ভালো করে ঘষে নিন। কয়েক মিনিট এ অবস্থায় রেখে দিয়ে, পানিে ভালো করে চুল ধুয়ে নিন। কিছুদিনের মধ্যেই চুল হয়ে উঠবে মসৃণ, ঝলমলে। যাদের চুলের আগা ফেটে যাচ্ছে, তারাও উপকৃত হবেন।

 

হেনা স্ক্যাল্পে জমে থাকা ময়লা অপসারণ করে। হেনা ডিমের সাথে মিশিয়ে চুলে লাগালে এর হাইড্রটিং উপাদানের কারণে চুলের কন্ডিশনার হিসেবে কাজ করে। হেনাপ্যাক ব্যবহারের ফলে চুল মসৃণ এবং সিল্কি হয়। হেনা ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।

চুল( Hair) নরম রাখতে অ্যালোভেরা জেল এর কোন বিকল্প নেই। অ্যালোভেরা থেকে জেল বের করে নিয়ে স্ক্যাল্পে লাগান।আধঘণ্টা রেখে কুসুম গরম জলে ধুয়ে ফেলুন। কন্ডিশনার (conditioner) করা দরকার নেই কারণ অ্যালোভেরা জেল চুলের আর্দ্রতা বজায় রাখে ।

Image source-google