উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানে করবে না তৃণমূল। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে এ কথা ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন তিনি জানান,-“তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ৮৫ শতাংশ তৃণমূল সাংসদ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে তাঁরা মমতাকে জানিয়েছেন, আলোচনা না করেই বিরোধী প্রার্থী ঠিক করা হয়েছে।তাই ভোটদান থেকে তাঁরা বিরত থাকবেন।”

তিনি আরো বলেন,-“জগদীপ ধনখড় বিশেষ করে যতদিন এখানে রাজ্যপাল ছিলেন, ওনার দৃষ্টিভঙ্গি একটা রাজনৈতিক দলের মতো একতরফা ভাবে ছিল। কী করে বাংলার মানুষকে ধাপে ধাপে প্রতিনিয়ত আক্রমণ করেছিলেন, সেটা দেখেছি। সকলের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কোনওভাবে আমরা এনডিও প্রার্থীকে সার্পোট করতে পারব না।”

অভিষেকের কথায়, ”মমতার সঙ্গে মার্গারেট আলভার সম্পর্ক ভাল। কিন্তু হঠাত্‍ করেই প্রার্থী নির্বাচন হয়েছে। কংগ্রেস থেকে বৈঠক কী ভাবে শরদ পওয়ারের বাড়িতে গেল? আমাদের ভাবনাতেও চার পাঁচটি নাম ছিল। আমাদের কারও নামে অ্যালার্জি নেই। কিন্তু যে ভাবে প্রার্থী চয়নের সিদ্ধান্ত হয়েছে তা সঠিক নয়।”

 

 

আরো পড়ুন:Mamata Banerjee:টিফিনে আনা মুড়ি নেত্রীর হাতে ছোঁয়ায় প্রসাদ,মুড়ি দিয়ে খুব খুশি দেবাশিস-নিরঞ্জন!